রাঙ্গামাটিতে গুলিতে ৩ নির্বাচন কর্মকর্তাসহ নিহত ৭
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনের দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে দুষ্কৃতিকারীদের গুলিতে সাত জন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার এই ঘটনায় নিহতদের মধ্যে একজন করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও দুজন আনসার সদস্য রয়েছেন।
নিহতরা হলেন, প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরব, সহকারী প্রিজাইডিং অফিসার আবু তৈয়ব, সহকারী পোলিং অফিসার আমির হোসেন, আনসার সদস্য আলআমিন ও বিলকিস আক্তার। অপর দুজনের নাম মিহির কান্তি দত্ত ও মন্টু চাকমা।
রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় মাইল এলাকায় তাদের ওপর গুলি চালানো হয়। সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনায় চার জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিন জন মারা যান।
এই হামলায় পুলিশ ও আনসারসহ আরও পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিহতরা সবাই সাজেক ইউনিয়নের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করে ফিরছিলেন।
দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আজ পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভোটগ্রহণ হয়। নির্বাচনকে কেন্দ্র করে তিন জেলাতেই সেনাবাহিনী মোতায়েন ছিল। এর মধ্যেই নির্বাচন কর্মকর্তাদের ওপর গুলি চলল।
Comments