রেকর্ড ভেঙে ৮.১৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ১৩ শতাংশ। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের জিডিপির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেন, যা চলতি বছরের জুলাইয়ে শেষ হবে।
ওই সভায় ১ লাখ ৭৪ হাজার ৬২০ কোটি টাকার একটি সংশোধিত বাজেট পাস করা হয়েছে, যা আগে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সমপরিমাণ ছিল।
উল্লেখ্য, গত অর্থবছরে কৃষি খাতের ওপর নির্ভর করে বিশেষ করে চালের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশে উঠেছিল।
Comments