বিজেপির নির্বাচনী থিম সংয়ে মমতাকে হেয় করার অভিযোগ
সঙ্গীত শিল্পী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলকাতার অদূরে দক্ষিণ বর্ধমান থানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা এবং তৃণমূল কংগ্রেস কে হেয় করার অভিযোগ আনা হয়েছে এফআইআরে।
শিল্পী বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ এবং দেশটির কেন্দ্রীয় সরকারের একজন প্রতিমন্ত্রী। আসানসোলের বিজেপির সম্ভাব্য প্রার্থীও তিনি।
বিজেপির নির্বাচনী প্রচারে ব্যবহার করার জন্য বাবুল সুপ্রিয় দলের একটি থিম সং তৈরি করেছেন। যার কথা লিখেছেন অমিত চক্রবর্তী, সুর এবং সংমিশ্রণ তিনি নিজেই করেছেন।
দক্ষিণ বর্ধমান থানার একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার রাতে একটি এফআইআর নথিভুক্ত হয়েছে। অভিযোগের তদন্ত করা হচ্ছে।
যিনি এই অভিযোগ করেছেন সেই আসানসোলের স্টুডেন্ট লাইব্রেরি কোঅর্ডিনেশনের সদস্য গৌরব গুপ্ত জানান, কোনও মানুষ অন্য একজন মানুষকে ছোট করার যেমন কোনো অধিকার নেই তেমনি কোনও রাজনৈতিক দলও অপর একটি রাজনৈতিক দলকে এইভাবে হেয় করতে পারে না। তাই অভিযোগ করা হয়েছে। এবার বাকি ব্যাপারটা পুলিশ খতিয়ে দেখবে।
এদিকে যোগাযোগ করা হলে বাবুল সুপ্রিয় বলেন, এই অভিযোগ প্রমাণ করে গানের কথায় যা বলা হয়েছে প্রত্যেকটি শব্দ সঠিক এবং সেই শব্দগুলোতেই তৃণমূলের আপত্তি। তবে তিনি খোঁচা দিয়ে আরও বলেছেন, তৃণমূল লিখিতভাবে জানাক কোন কোন কথায় তাদের আপত্তি। আমরা তা তুলে দেব। কিন্তু এতে প্রমাণ হয়ে যাবে যে ওই কথাগুলো সত্যি। ইতিমধ্যেই থিম সংটি ভাইরাল হয়ে গিয়েছে।
আসনসোল কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক সেলিব্রেটি প্রার্থী মুনমুন সেন। যদিও তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, বাবুলকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।
Comments