অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল সরকার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার প্রাক্ষিতে অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিজিল্যান্ড ভ্রমণেও অনুরূপ সতর্কতা জারির পর আজ নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হলো।
ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণে গত ১৬ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজে নিউজিল্যান্ডের প্রতীক সিলভার ফার্ন ফুটিয়ে তোলা হয়। ছবি: সিডনি অপেরা হাউজের টুইটার একাউন্ট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার প্রাক্ষিতে অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিজিল্যান্ড ভ্রমণেও অনুরূপ সতর্কতা জারির পর আজ নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তায় বলেছে, “যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে পাবলিক প্লেসে।” সেখানকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে গণমাধ্যম এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহেরও পরামর্শ দেওয়া হয়েছে এতে।

ভ্রমণ সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, নামাজের সময় গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা ও ৪৮ জনকে আহত করায় “শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে” বিশ্বাসী অস্ট্রালিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। এই হামলায় বাংলাদেশের পাঁচ জন নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। হামলার প্রস্তুতি নেওয়ার আগে ৭৪ পৃষ্ঠার যে ইশতেহার প্রকাশ করেছে তাতে সে নিজেকে একজন “বর্ণবাদী” হিসেবে পরিচয় দিয়ে অভিবাসী মুসলিমদের সম্পর্কে বিদ্বেষমূলক স্লোগান, কবিতা ও বক্তব্য দিয়েছে।

“নিউজিল্যান্ডে মসজিদে এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার একজন সিনেটর এর জন্য মুসলিমদেরকেই দায়ী করেছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুসলিমদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে ভয় বাড়ছে বলে তিনি উল্লেখ করেছেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খোদ একজন সিনেটরের কাছ থেকে কট্টরপন্থীদের মতো বক্তব্য আসার পর অস্ট্রালিয়ায় ঘৃণা ও বর্ণবাদের বাড়বাড়ন্তের আশঙ্কা তৈরি হয়েছে।

ক্যানবেরাতে বাংলাদেশ মিশন সহায়তার জন্য সবসময় প্রস্তুত আছে। দুটি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দুটি হলো, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago