নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সবার জন্যে নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। আবারও ‘আমরা সুবিচার চাই’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।
আজ (২০ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়ক, ফার্মগেট পুলিশবক্স এবং শুক্রাবাদ এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেবের বাজার মোড় অবরোধ করে অবস্থান করছে বলে জানান আমাদের সংবাদদাতা।
শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে, বিশেষ করে, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, বিজয়সরণী, মহাখালী, প্রগতি সরণী, মিরপুর রোডে যানজট সৃষ্টি হয়েছে বলে জানান সংবাদদাতারা।
গতকাল (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ায় আজ সারাদেশে ক্লাস ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতবছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী নিহত হলে তাদের সহপাঠীরা এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিলো। এরপর, অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিলে সেই আন্দোলন দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছিলো।
আরও পড়ুন:
গুলশানে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
Comments