সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে মামলা দায়ের
রাজধানীর প্রগতি সরণীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ (২০ মার্চ) গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত শিক্ষার্থীর বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আরিফ আহমেদ চৌধুরী গত রাতে মামলা দায়ের করেছেন।
মামলায় বাসের চালককে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও, বাসের হেলপার, মালিক ও চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে।
গতকাল (১৯ মার্চ) সকালে রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে আজ সারাদেশে ক্লাস ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পুলিশ ও আবরারের সহপাঠীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে আবরার যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখন রেষারেষি করতে থাকা দুটি বাসের একটি তাকে চাপা দেয়।
আরও পড়ুন:
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের
Comments