যশোরে পা হারালো শিক্ষার্থী, সড়ক অবরোধ
যশোরের শার্শা উপজেলায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী রিকশাভ্যানকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এক শিক্ষার্থী দুই পা হারিয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।
আজ (২০ মার্চ) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, এ ঘটনার পর উত্তেজিত জনতা যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে।
তারা সেই পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেন বলেও জানান ওসি।
তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে জেলার নাভারন এলাকায় যশোর-বেনাপোল সড়কে যশোর পল্লী বিদ্যুতের একটি পিকআপভ্যান তিনজন শিক্ষার্থীকে বহনকারী একটি ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, সেখানে এক শিক্ষার্থীর দুই পা কেটে ফেলতে হয়েছে।
Comments