ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঘণ্টা তিনেকের মধ্যে তার জ্ঞান ফিরবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ (২০ মার্চ) সকালে তার বাইপাস সার্জারি শুরু হয়।
বাইপাস সার্জারি করেছেন ডা. ফিলিপ কোহ-এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
Comments