গ্রীষ্মের দলবদলে জিদানের টার্গেট যারা
চলতি মৌসুমের শুরু থেকেই সংগ্রাম করে আসছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর তার ষোলোকলা পূর্ণ করে এক সপ্তাহের ব্যবধানেই চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে এবং লালিগা থেকে এক প্রকার ছিটকে যায় দলটি। তবে আশার কথা ক্লাবে আবার ফিরে এসেছেন আড়াই বছরে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে দেওয়া কোচ জিনেদিন জিদান। আগামী মৌসুমে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনাও করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা প্রকাশ করেছে জিদানের লক্ষ্যে আছে কোন খেলোয়াড়রা।
জিদান আগামী গ্রীষ্মে কমপক্ষে পাঁচ জন খেলোয়াড় কিনবে বলে জানিয়েছে মার্কা। তার মধ্যে একজন সেন্ট্রাল ব্যাক, একজন লেফট ব্যাক, দুইজন মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার কিনতে চাইছেন তিনি। দেখে নেওয়া যাক জিদানের লক্ষ্যে আছেন কারা?
সেন্ট্রাল ব্যাক
এদের মিলিতাও অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে রিয়ালের লক্ষ্যের শুরুতেই আছেন আয়াক্সের তরুণ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। কি মানের খেলোয়াড় এ তরুণ, তা চ্যাম্পিয়ন্স লিগেই হাড়েহাড়ে টের পেয়েছে রিয়াল। তাকে পেতে চাইছে স্পেনের অপর দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদও। এছাড়াও ক্লাবটির লক্ষ্যে রয়েছে সিরিএর দুই ডিফেন্ডার। ইন্টার মিলানের মিলান স্ক্রিনিয়ার এবং নাপোলির কালিদউ কউলিবালি।
লেফট ব্যাক
রিয়ালের রাডারে আছেন মার্কোস আলনসো। তবে হোসে গায়া ও আলেহান্দ্রো গ্রিমালদোর অন্য দুই স্প্যানিশ অপশন। এছাড়া বায়ার্ন মিউনিখের ডেভিড আলাবা জিদানের তালিকার শীর্ষেই আছেন।
দুই মিডফিল্ডার
মিডফিল্ডে ভিন্ন ধরণের দুই খেলোয়াড় চাই জিদানের। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, অপরজন আক্রমণাত্মক মিডফিল্ডার। সের্জিই মিলিনকোভিচ-সাভিচ, থিয়াগো আলকানতারা ও মিরালেম পিয়ানেজকে দেখছে দলটি। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবাও হতে পারে দলটির অন্যতম সাইনিং। মাতেও কোকাভিচও ফিরে আসতে পারেন ক্লাবে।
আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ক্রিস্টিয়ান এরিকসন এবং এডেন হ্যাজার্ড ক্লাবটির প্রথম পছন্দ। হামেস রদ্রিগেজের ভবিষ্যৎ রিয়ালে বেশ অনিশ্চিতই হয়ে পড়েছে। পাবলো সারাবিয়া এবং সুসো ক্লাবটির স্প্যানিশ অপশন। এছাড়াও নিকোলো জানিওলো ও কাই হাভের্তজকেও দেখছে দলটি।
স্ট্রাইকার
এ পজিশনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনা অনেকটাই অনিবার্য হয়ে পড়েছে। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে এবং নেইমার তাদের প্রধান তিন লক্ষ্য। এছাড়া মাউরো ইকার্দির দ্বিতীয় স্তরে পিয়েরে-এমেরিক আউবামেয়াং রয়েছে তাদের লক্ষ্যে। লুকা জোভিচের দিকেও চোখ রেখেছে ক্লাবটি।
Comments