আমরা ক্ষমাপ্রার্থী

দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গতকাল মঙ্গলবার রাতে একটি ছবি প্রকাশ করা হয়েছিলো যেখানে একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু এই ছবির সঙ্গে যে ক্যাপশন ব্যবহার করা হয়েছিলো তা যথাযথ ছিলো না।
(বামের ছবি) নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় মঙ্গলবার প্রগতি সরণিতে একটি বাসে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি আগুন ধরিয়ে দেয়। (ডানের ছবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সেই বাসের আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ছবি: পলাশ খান

দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গতকাল মঙ্গলবার রাতে একটি ছবি প্রকাশ করা হয়েছিলো যেখানে একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু এই ছবির সঙ্গে যে ক্যাপশন ব্যবহার করা হয়েছিলো তা যথাযথ ছিলো না।

গতকাল (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-র শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর মৃত্যুর পর তার সহপাঠীরা রাস্তায় নেমে আসেন। সেসময় তারা শান্তিপূর্ণভাবে সবার জন্যে নিরাপদ সড়কের দাবি তোলেন।

কিন্তু জানা যায়- অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি সেসময় প্রগতি সরণিতে একটি বাসে আগুন ধরিয়ে দিলে আন্দোলনকারীরা তা দ্রুত নিভিয়ে ফেলেন। শিক্ষার্থীদের অভিযোগ- নিরাপদ সড়কের দাবিতে তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে বাসে আগুন দেওয়া হয়েছিলো। ঘটনাস্থলে কর্তব্যরত দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক এবং আলোকচিত্রীরাও বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কিন্তু, বাসে আগুন দেওয়ার ছবিটি তাৎক্ষণিকভাবে আমাদের ওয়েবসাইটে তোলার সময় তথ্যগত বিভ্রান্তি ঘটে। ছবিটির ক্যাপশনে ভুল করে বলা হয় যে শিক্ষার্থীরা বাসে আগুন দিয়েছেন। কিন্তু, বাস্তবতা হলো- অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুন শিক্ষার্থীরা নিভিয়ে ফেলেন।

পাঠকরা যখন সেই ভুল ধরিয়ে দেন তখন ছবিটি দ্য ডেইলি স্টার অনলাইনের ইংরেজি এবং বাংলা উভয় সংস্করণ থেকেই সরিয়ে নেওয়া হয়। একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্যে ক্ষমাপ্রার্থী।

আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদের ধন্যবাদ।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago