আবরারকে চাপা দেওয়ার আগে আরেক শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছিল বাসটি
বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে পিষ্ট করা সুপ্রভাত পরিবহনের বাসটি ঘটনার মাত্র ১০ মিনিট আগেই রাজধানীর শাহজাদপুরে আরেকজন পথচারীকে ধাক্কা দিয়েছিল। সেখান থেকে বেপরোয়াভাবে পালাতে গিয়েই আবরারকে পিষ্ট করে বাসটি।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম বলেন, ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নম্বর প্লেটের বাসটি সকাল ৭টা ২০ মিনিটে শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সিনথিয়া ইসলাম মুক্তা (২০) নামের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে আহত করেছিল।
আবরার জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, মুক্তাকে ধাক্কা দিয়ে পালাতে যাওয়ার এক পর্যায়ে সন্দেহভাজন চালক সাড়ে ৭টার দিকে নর্দ্দার আইকন টাওয়ারের সামনে আবরারের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়। মুক্তা প্রাণে বেঁচে গেলেও তার একটি হাড় ভেঙে গেছে।
মাত্র ১০ মিনিটের মধ্যে দুই দুর্ঘটনায় সন্দেহজনক বাসচালক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে সুপ্রভাত পরিবহনের যে বাসটি তিনি চালাচ্ছিলেন সেটিও জব্দ করা হয়েছে। চালক সিরাজুলের হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও গাজীপুর-গুলিস্তান রুটের বাস চালাচ্ছিলেন তিনি।
বিআরটিএ’র একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, হালকা যান চালানোর পেশাদারি লাইসেন্স থাকলেও কেউ বাসের মতো ভারি যান চালাতে পারেন না।
Comments