প্রীতি ম্যাচে দি মারিয়াকেও পাচ্ছে না আর্জেন্টিনা
ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এবার আরও একটি দুঃসংবাদ শুনতে হলো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে। দারুণ ছন্দে থাকা আনহেল দি মারিয়াকে পাচ্ছে না তারা। পেশীর চোটের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন এ উইঙ্গার।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দলের সেরা খেলোয়াড়দের দলে ফিরিয়েছিলেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পরার পর ওতামেন্দি ও লিওনেল মেসির সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছিলেন দি মারিয়া। প্যারিস সেইন্ত জার্মেইতে (পিএসজি) চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু পেশীর চোট তার অপেক্ষাকে বাড়িয়ে দিচ্ছে।
মূলত কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে মোকাবেলা করবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ২৭ মার্চ রাবাতে প্রিন্স আব্দুল্লাহ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে দলটি।
তবে এখনও ফ্রান্সে ফিরে আসেননি দি মারিয়া। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দি মারিয়া সিদ্ধান্ত নেবেন স্কোয়াডে থাকবেন না ফিরে আসবেন। তবে তার না খেলা নিঃসন্দেহে স্কালোনির জন্য বড় ধাক্কা। কারণ পিএসজির হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ গোল করেছেন দি মারিয়া। এছাড়াও ১৩টি গোলের জোগান দিয়েছেন তিনি।
Comments