আইপিএল খেলার ছাড়পত্র পেলেন সাকিব
আইপিএল খেলতে কলকাতার টিকেট কেটে সাকিব আল হাসান অপেক্ষায় ছিলেন বিসিবির ছাড়পত্রের। সাকিবের চোটের অবস্থা নিশ্চিত হয়েই তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) দিতে চাওয়ায় হচ্ছিল দেরি। অবশেষে সেই ছাড়পত্র মিলেছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে সাকিবের অনাপত্তিপত্র ইস্যু হওয়ার খবর নিশ্চিত করেছেন। ছাড়পত্র পাওয়ায় আজই কলকাতায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
টানা দ্বিতীয় মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে খেলবেন সাকিব। কলকাতার ইডেন গার্ডেন ২৪ মার্চ (রোববার) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে সাকিবের সানরাইজার্স।
২৩ মার্চ থেকে শুরু হয়ে এবারের আইপিএলের প্রাথমিক পর্বের খেলা চলবে ৫ মে পর্যন্ত। ভারতের জাতীয় নির্বাচনের কারণে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড ও ফাইনালের সূচি এখনো দেওয়া হয়নি।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা ৭ মে। সাকিব পুরো আইপিএল খেলবেন কিনা তা সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সিইও নিজামউদ্দিন, ‘টিম ম্যানেজমেন্ট যখন মনে করবে সাকিবের ফিরে আসা দরকার, তখন তাকে ডাকা হবে। যদি আয়ারল্যান্ডে সিরিজের আগে অনুশীলনে তাকে দরকার মনে করে তাহলে আগেই ডাকা হবে। আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আইপিএল খেলেই হবে সাকিবের প্রস্তুতি তাহলে সেটাই করা হবে।’
গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে নতুন করে আঙুলের চোটে পড়েছিলেন সাকিব। এই চোটের কারণে নিউজিল্যান্ডে পুরো সিরিজেই থাকতে পারেননি দলের সঙ্গে।
Comments