নিষেধাজ্ঞা নয়, জরিমানায় পার পেলেন রোনালদো
চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো। বেশ কিছু দিন ধরে এ গুঞ্জনই চাউর ছিল ফুটবল পাড়ায়। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা নয়, জরিমানা দিয়েই পার পাচ্ছেন এ জুভেন্টাস তারকা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের দায়ে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
ফলে আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ থেকেই রোনালদোকে পাচ্ছে জুভেন্টাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নিষেধাজ্ঞার গুঞ্জনে বেশ দুশ্চিন্তায় ছিলেন মাসসিলিয়ানো আলেগ্রি। কারণ তাকে ঘিরেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছে টানা সাতবারের সিরিএ চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ০-২ গোলে হেরে ফিরেছিল জুভেন্টাস। পরের লেগে নিজেদের মাঠে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে দলটি। ৩-০ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় ইতালির দলটি। ম্যাচের তিনটি গোলই করেন রোনালদো। অবিশ্বাস্য এ কীর্তি গড়ে দিয়াগো সিমিওনিকে অনুকরণ করে উদযাপন করেন এ পর্তুগিজ তারকা। স্বাভাবিকভাবেই বিষয়টি দৃষ্টিকটু লেগেছে সবার। আর এরপরই তদন্তে নামে উয়েফা। প্রথম লেগে একই রকম উদযাপন করে ২০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন অ্যাতলেটিকো কোচ সিমিওনিও।
চলতি আসরে অবশ্য এর আগে একবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন রোনালদো। আসরের অভিষেক দিনেই সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। ভাগ্য সঙ্গে থাকায় নিষিদ্ধ হয়েছিলেন কেবল এক ম্যাচই। সরাসরি লাল কার্ড দেখলে শাস্তি সর্বোচ্চ তিন ম্যাচ নিষেধাজ্ঞা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আচমকা মেজাজ হারিয়ে খানিকটা জোরেই মুরিলো মাথায় হাত দিয়ে ধাক্কা দেন পর্তুগিজ তারকা। পরে রেফারি অফিসিয়ালের সঙ্গে কথা বলে লাল কার্ড দেখা পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ খেলোয়াড়কে।
Comments