নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

Jacinda Ardern
২২ মার্চ ২০১৯, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলে পার্কের কাছে অবস্থিত আল নূর মসজিদে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আসেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বন্দুকের ছবি প্রকাশ করে তার ক্যাপশনে বলা হয়েছে ‘এরপর আপনি’।

আজ (২২ মার্চ) নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক টুইটার ব্যবহারকারী বন্দুকের একটি ছবি এবং ‘এরপর আপনি’ লিখে বার্তাটি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।

এতে আরও বলা হয়, একই ছবি ও ক্যাপশন দেওয়া আরেকটি টুইটার বার্তায় জেসিন্ডা এবং নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়।

এ ঘটনায় অনেকে প্রতিবাদ করায় বার্তা পাঠানোর ৪৮ ঘণ্টা পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। অ্যাকাউন্টটিতে ইসলামবিরোধী কথা ছিলো বলেও প্রতিবেদনে জানানো হয়।

পুলিশের এক মুখপাত্র নিউজিল্যান্ড হেরাল্ডকে জানায়, “টুইটার বার্তাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো মন্তব্য পায়নি নিউজিল্যান্ড হেরাল্ড।

আরও পড়ুন:

সমবেদনা জানাতে জুমার নামাজে অংশ নিলেন সনি বিল উইলিয়ামস

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago