রেডিও, টিভিতে আজান প্রচারের বিরোধিতা করে তোপের মুখে নিউজিল্যান্ডের যাজক

গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহত ৫০ জন মুসল্লির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আজ (২২ মার্চ) জুমার নামাজের আজান প্রচার করা হয় দেশটির রেডিও এবং টেলিভিশনে। রাষ্ট্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করে জনরোষের মুখে পড়েছেন নিউজিল্যান্ডের এক যাজক।
Brian Tamaki

গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহত ৫০ জন মুসল্লির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আজ (২২ মার্চ) জুমার নামাজের আজান প্রচার করা হয় দেশটির রেডিও এবং টেলিভিশনে। রাষ্ট্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করে জনরোষের মুখে পড়েছেন নিউজিল্যান্ডের এক যাজক।

নিউজিল্যান্ডের প্রভাবশালী ডেসটিনি চার্চের প্রধান ব্রিয়ান তামাকি এক টুইটার বার্তায় রেডিও এবং টেলিভিশনে জুমার নামাজের আজান প্রচারের সরকারি সিদ্ধান্তকে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্নের ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন।

আজান প্রচারের পর দুই মিনিটের নীরবতা পালনের জন্যে দেশবাসীর প্রতি আরডের্নের আহ্বানকে সমর্থন জানিয়ে এক বার্তায় যাজক তামাকি বলেন, “দুই মিনিটের নীরবতা পালনের বিষয়টি ঠিক রয়েছে। কিন্তু, আজানে যখন বলা হবে ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই’ তখন তো আমি এই বাণীর সঙ্গে একমত হতে পারি না।”

বার্তাটিতে তিনি বলেন, “যিশু খ্রিস্ট হচ্ছেন একমাত্র মাবুদ… (আল্লাহ) আমাদের মাবুদ নন!”

তামাকির এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন মন্তব্য করেছেন, “এমন মন্তব্য সব খ্রিস্টানদের জন্যে অপমানজনক… আমাদের জাতীয় পরিচয় হুমকির মুখে পড়েছে।”

অপর একজন লিখেছেন, “আপনার মুখ বন্ধ রাখেন আর অন্তরটি রাখেন খোলা। প্রভু আপনাকে এমনটিই নির্দেশ দিয়েছেন।”

এক টুইটার ব্যবহারকারীর মন্তব্য, “এতোদিন কতিপয় ব্যক্তি অভিযোগ করে এসেছিলেন যে স্কুলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিছু শেখানো হয় না। এখন যাজক ব্রিয়ান তামাকির বক্তব্য শুনে মনে হচ্ছে গির্জায় কিছু শেখানো হয় না।”

যাজককে ধর্মজ্ঞানও দিয়েছেন কেউ কেউ। একজন বলেছেন, “ব্রিয়ান, যিশু আমাদের প্রভু নন। আমরা তাকে প্রভুর সন্তান হিসেবে মানি। কেননা, তিনি প্রভুকে পিতা হিসেবে মানতেন। তাই আবার কিতাব পড়তে শুরু করুন। মনোযোগ দিয়ে পড়বেন কিন্তু!”

উল্লেখ্য, ২০১৬ সালে নিউজিল্যান্ডের প্রলয়ঙ্করী ভূমিকম্পের সময় বিতর্কে পড়েছিলেন যাজন ব্রিয়ান তামাকি। কেননা, তিনি বলেছিলেন, নিউজিল্যান্ডে সমকামিতা বেড়ে যাওয়ার কারণেই ভূমিকম্প হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

11m ago