নুরুল ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন

নুরুল হক নুর বলেছেন যে আগামীকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিতে যাচ্ছেন।
Nurul Haque Noor
২২ মার্চ ২০১৯, মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। ছবি: স্টার

নুরুল হক নুর বলেছেন যে আগামীকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিতে যাচ্ছেন।

আজ (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে, দায়িত্ব নেওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ডাকসু ও হল সংসদের পুনর্নির্বাচন এবং অন্যান্য দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি।”

বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা আন্দোলন করার পর থেকেই দেশব্যাপী পরিচিতি পান নুর। গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে নির্বাচিত হন। যদিও এই নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নুরের প্যানেলসহ মোট পাঁচটি প্যালেন তা বর্জন করে।

আগামীকাল শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নুরুলের সঙ্গে তার প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

29m ago