শাহজালালে ময়লার ঝুড়ি থেকে ৪৮টি সোনার বার উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লা ফেলার ঝুড়ি থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
আজ (২৩ মার্চ) শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল দিবাগত রাত দেড়াটার দিকে বিমানবন্দরের সাত নম্বর বোর্ডিং ব্রিজের পাশের পুরুষ টয়লেটের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো নয়টি প্যাকেট থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ পরিত্যক্ত অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।
সোনার বার উদ্ধারের ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments