সেই রুহুল আমিনের জামিন বাতিল
নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি আওয়ামী লীগের সাবেক নেতা রুহুল আমিনকে দেওয়া জামিন বাতিল করে এর আগে দেওয়া আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
আজ (২৩ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ ওই জামিন আদেশ প্রত্যাহার করেন।
এর আগে, এই মামলার অপর আসামিরা রুহুল আমিনের বিরুদ্ধে নিম্ন আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সেখানে রুহুল আমিনের নির্দেশেই এই গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিলো বলে জানান তারা। কিন্তু, জামিন আবেদনে এসব তথ্য উল্লেখ করেননি রুহুল আমিন।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ রুহুল আমিনের করা জামিন আবেদনের শুনানি নিয়ে রুলসহ তাকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। কিন্তু, রহুল আমিন কারামুক্তি পাননি।
ওই কর্মকর্তা আরও জানান, আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
Comments