ব্রাজিলকে রুখে দিল পানামা
বিশ্বকাপ ব্যর্থতার পর টানা জয়ের মধ্যে ছিল ব্রাজিল। গেল বছর একে একে ছয় ম্যাচ জিতে নিজেদের গুছিয়ে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে চলতি বছরে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়া খেলতে নেমে পানামার সঙ্গে জিতল পারল না তিতের দল।
শনিবার পর্তুগালের পর্তোয় ১-১ গোলে ড্র নিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ফিলিপ কৌতিনহোদের।
ফিফা র্যাঙ্কিংয়ে তিনে থাকা ব্রাজিল ৭৬ নম্বরে থাকা পানামার সঙ্গে খেলছে মলিন, ছন্দহীন ফুটবল। স্বাভাবিক কারণেই ফল আসেনি নিজেদের পক্ষে।
অথচ খেলার শুরু থেকেই ছিল ভিন্ন কিছুর আভাস। প্রথম মিনিট থেকে বল নিজেদের দখলে নিয়ে আক্রমণে চড়াও হয় ব্রাজিল। কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৩২ মিনিটে গিয়ে আসে সাফল্য। কাসেমিরোর ক্রস থেকে নেইমারের বদলে ১০ নম্বর জার্সি নিয়ে নামা পাকুয়েতা ভলিতে বল জালে পাঠান।
কিন্তু এই গোল চার মিনিটও ধরে রাখতে পারেনি ব্রাজিল। প্রতি আক্রমণ থেকে ডিফান্ডারদের মাথার উপর দিয়ে আচমকা গোল করে পানামাকে খেলায় আনেন আদলোফ মাচোদো।
দুর্বল পানামা এরপর চলে যায় রক্ষণশীল কৌশলে। একের পর এক আক্রমণ করেও লাভ হয়নি ব্রাজিলের। কাসেমিরো, কৌতিনহোরা চেষ্টা চালিয়েও নিতে পারেননি লিড। ব্রাজিলের সঙ্গে ড্র করে বুক চিতিয়ে মাঠ ছাড়ে পানামা।
Comments