উপজেলা নির্বাচন: চট্টগ্রামে পুলিশ গুলিবিদ্ধ
চট্টগ্রামের চান্দনাইশ উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণের সময় আজ (২৪ মার্চ) সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে গুলিবিদ্ধের এই ঘটনা ঘটে।
চান্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তীর বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, গুলিবিদ্ধ ব্যক্তি ফরহাদ একজন পুলিশ কনস্টেবল।
তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে পূর্ব চান্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ‘নৌকা’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজিমের সমর্থকরা ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
Comments