রুমানার মাথায় উঠল আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ
গত বছর জুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। এবার সেই স্বীকৃতির স্বারক ক্যাপ আইসিসির কাছ থেকে বুঝে পেয়েছেন তিনি।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইসিসি বর্ষসেরা দল ঘোষণা করেছিল। তাতে বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রথম কোন আইসিসি দলে জায়গা করে নেন তিনি। বাংলাদেশ নারী দলের ব্যাটিংয়ের মূল ভরসা রুমানার এই স্বীকৃতি জোটে বোলিংয়ের জন্য।
লেগ স্পিন বল করে গেল বছর ২৪ ম্যাচে তিনি নেন ৩০ উইকেট। ইকোনমি রেট ছিল মাত্র ৪.৭৮। গত বছর জুড়েই মেয়েদের ক্রিকেটে বড় সাফল্য আসে বাংলাদেশের। মালোয়েশিয়ায় এশিয়া কাপও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১০ উইকেট নেন রুমানা। পরে বিশ্বকাপ বাছাইয়ে নেন ৫ ম্যাচে ১০ উইকেট। উইন্ডিজে বিশ্বকাপে ৪ ম্যাচে নিতে পেরেছিলেন ৪ উইকেট।
Comments