ইডেনের ঘণ্টা বাজিয়ে জন্মদিনে মাঠে সাকিব
বিপিএলের ফাইনালে সেই ৮ ফেব্রুয়ারি চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর যেতে পারেননি নিউজিল্যান্ডের সফরে। প্রায় দেড়মাস পর সাকিব মাঠে ফিরলেন একদম আইপিএলে। তার মাঠে ফেরার উপলক্ষটাও ছিল বিশেষ। নিজের জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরুর ঘণ্টা বাজান তিনি।
রোববার এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ অ্যাওয়ে ম্যাচে খেলতে আসে কলকাতায়। স্বাগতিক নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব ছাড়াও সানরাইজার্সের একাদশে বিদেশীদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো আর রশিদ খান। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।
বিপিএলে চোটের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই মাঠে ফেরার সম্ভাবনা ছিল তার। তবে সেসময় ফেরাটা ঝুঁকিপূর্ণ হওয়ায় অপেক্ষা বাড়ে তার। তবে আইপিএলের আগে সব পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরো ফিট হয়ে উঠেন তিনি, পান আইপিএল খেলার ছাড়পত্র।
Comments