জাতীয় দলে মেসিকে ভিন্ন একজন বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

ছবি: এএফপি

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে এখনও কোন শিরোপা স্পর্শ করতে পারেননি তিনি। মূলত দুই দলের হয়ে মেসির আচরণ সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল প্যাসেরেলা।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর শুক্রবারই প্রথমবার জাতীয় দলের হয়ে খেলেন মেসি। কিন্তু ফেরাটা হয় বিবর্ণ। ভেনেজুয়েলার মতো দলের বিপক্ষে তারা বিধ্বস্ত হয় ১-৩ গোলের ব্যবধানে। এরপরই মেসির সমালোচনায় ব্যস্ত অনেকেই। কাঠগড়ায় তুলছেন তার খেলার ধরণ নিয়ে। অথচ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় ৩৬ ম্যাচে করেছেন ৩৯ গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়েও সবারও আগে।  লালিগায় গোল করেছেন ২৯টি। এছাড়াও ট্রেবল জয়ের হাতছানিও রয়েছে তাদের।

অবশ্য সে ম্যাচে দুর্দান্তই খেলেছেন মেসি। বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছেন। কিন্তু সতীর্থরা তা কাজে লাগাতে পারেনি। একমাত্র গোলটিও এসেছে তার অসাধারণ নৈপুণ্যেই। কিন্তু তারপরও জাতীয় দলে এবং বার্সেলোনায় মেসির খেলার ধরণ কিছুটা ভিন্নই বলেছেন ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাসেরেলা।

গোলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাসেরেলা বলেন, 'সে দারুণ একজন খেলোয়াড়। যে কোন দলকেই অনেক কিছু দিতে পারে। কিন্তু যখন সে বার্সেলোনায় খেলে তখন ভিন্ন আচরণ করে। ভালো খলে। মাঝে মধ্যে এমন হয়। তুমি দলের হয়ে খেল এবং তারা তোমাকে ভালোবাসে। কিন্তু তুমি অন্য কোথাও সহজ হতে পার না, মানিয়ে নিতে পার না। আমি জানি না আসল ব্যাপারটা কি? কিন্তু অবশ্যই কিছু একটা রয়েছে ভেতরে।'

৩১ বছর বয়সী মেসি বার্সেলোনার হয়ে ৩২টি শিরোপা জিতেছেন। জিতেছেন পাঁচটি ব্যালন ডি'অর। পাশাপাশি পাঁচটি ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছেন। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ২০০৮ সালের অলিম্পিক পদক ছাড়া আর কোন কিছুই পাননি। তবে ২০১৪ বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়ে হারের স্বাদ নিতে হয়েছে তাকে। এছাড়া ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকাতেও ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি মেসির।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Only experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

Now