ময়মনসিংহ সিটি নির্বাচন ৫ মে

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার এই কথা ঘোষণা করেছেন।
Election Commission Logo

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার এই কথা ঘোষণা করেছেন।

বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসি সচিব বলেন, এই নির্বাচনে সকল কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৮ এপ্রিল। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

55m ago