বাংলাদেশি নির্মাণশ্রমিকের তীক্ষ্ণ চাহনিতে ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে
মালয়েশিয়ার কর্মরত এক নির্মাণশ্রমিকের তীক্ষ্ণ চাহনি সম্বলিত এক ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিটিতে দেখা যায়- সেই নির্মাণশ্রমিক তার রূপালি চোখে তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছেন ক্যামেরার লেন্সের দিকে।
মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানায়, গত ২১ মার্চ আবেদেন মাং নামে এক ব্যক্তি ছবিটি টুইটারে প্রকাশ করেন। এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি রিটুইট হয় ২৫ হাজার এবং লাইক পায় ৬৯ হাজার।
আবেদেন মাং বলেন যে তিনি সেই নির্মাণশ্রমিকের ছবিটি তুলেছিলেন জালান আইপোহ এলাকার কাছে একটি নির্মাণাধীন স্থাপনা থেকে।
এক টুইটার বার্তায় তিনি জানান, প্রথমবার সেই শ্রমিককে দেখে ছবি তুলতে চাইলেও কোনো সুযোগ হয়নি তার।
কিন্তু, গত ২১ মার্চ সকালে সেই এলাকায় আবার গেলে তার দেখা পেয়ে যান মাং। তখন আর সুযোগটি হাতছাড়া করেননি তিনি। বলেন, “আইফোনে কাজ করছিলাম। হঠাৎ সেই শ্রমিকের দেখা পেয়ে যাই। আর তক্ষুনি ছবিটি তুলে ফেলি।”
এরপর, ছবিটি টুইটারে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই শ্রমিকের প্রশংসায় আসতে থাকে নানান জনের নানান মন্তব্য।
Portrait mode on pixel 2 XL, enhanced. pic.twitter.com/JeV3po63yg
— AbedenMung (@tkdnxv) March 21, 2019
Comments