বিশ্বকাপ দল ভাবনায় ‘থাকছে না’ ঢাকা লিগের পারফরম্যান্সের প্রভাব

এবার ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন ওপেনার এনামুল হক বিজয়। টানা তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বল হাতে উইকেট নেওয়ায় শীর্ষে ফরহাদ রেজা, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও রাখছেন অবদান। অন্যদিকে সাব্বির রহমানসহ জাতীয় দলের প্রথম পছন্দে থাকা অনেকেই খুব একটা রান পাননি। তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন ঢাকা লিগের এসব পারফরম্যান্স বিশ্বকাপ দল ভাবনায় প্রভাব ফেলবে না। কেন সেটা তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
Mashrafee Mortaza
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

এবার ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন ওপেনার এনামুল হক বিজয়। টানা তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বল হাতে উইকেট নেওয়ায় শীর্ষে ফরহাদ রেজা, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও রাখছেন অবদান। অন্যদিকে সাব্বির রহমানসহ জাতীয় দলের প্রথম পছন্দে থাকা অনেকেই খুব একটা রান পাননি। তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন ঢাকা লিগের এসব পারফরম্যান্স বিশ্বকাপ দল ভাবনায় প্রভাব ফেলবে না। কেন সেটা তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। 

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে প্রাইম ব্যাংকের হয়ে এনামুল তিন সেঞ্চুরিতে করেছেন ৩৬৮ রান। সমান ম্যাচে ৪১১ রান করা প্রাইম দোলেশ্বরের সাইফ হাসানের পরেই আছেন তিনি। মিডিয়াম পেসে ৫ ম্যাচ দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা নিয়ে ফেলেছেন ১৭ উইকেট। 

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের এই যখন অবস্থা তখন জাতীয় দলে যারা নিয়মিত তাদের পারফরম্যান্স বেশ সাদামাটা। নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি করে আসা সাব্বির রহমান লিগে ছয় ম্যাচ খেলে করেছেন ১২০ রান। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ পর এসে লিগ যোগ দেওয়া সৌম্য তিন ম্যাচ খেলে করেছেন ১১২। নিউজিল্যান্ড সফর ও বিশ্রাম শেষে ফিরে লিটন দাস অবশ্য একটাই ম্যাচ খেলেছেন, মোহামেডানের হয়ে সেই ম্যাচে করেন ২৭ রান। 

টানা দ্বিতীয় বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া মাশরাফি ঢাকা লিগের এই রান পাওয়া, না পাওয়াকে কোন উদ্বেগের কারণ মনে করেন না, 'আসলে আমি ঢাকা লীগ নিয়ে তেমন একটা কনসার্ন না। কারণ এখানে অনেকবার আমি দেখেছি যে মানুষ দিনের পর দিন সেঞ্চুরি করেও আন্তর্জাতিক ক্রিকেটে যেয়ে সংগ্রাম করেছে। কারণ উইকেট বলেন, ইন্টেন্ড বলেন, এগুলো তো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি না।'

ঢাকা লিগের পারফরম্যান্সের চেয়েও মানসিকভাবে কে কতটা বড় মঞ্চের জন্য তৈরি বাংলাদেশ অধিনায়কের কাছে সেটাই মুখ্য, 'এখানে (ঢাকা লিগ) অনেকে রান করে ওখানে (আন্তর্জাতিক ক্রিকেট) সংগ্রাম করে। আবার এখানে উইকেট পেয়ে ওখানে সংগ্রাম করছে। সুতরাং আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত কিনা এবং এটার সাথে সে খেলায় নির্দিষ্টভাবে কি করছে সেটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মানসিক খেলা। এই এক দেড় মাসে আপনি এখানে ৫-৬ উইকেট পেয়েও ওখানে যেয়ে সংগ্রাম করতে পারেন। তাই মানসিকভাবে কে কতটা তৈরি সেটা গুরুত্বপূর্ণ।'

এবার প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টতে ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হন ফরহাদ রেজা। ওয়ানডে ফরম্যাটের মূল লিগেও বল হাতে দুর্বার তিনি। লোয়ার অর্ডারে নেমে ব্যাটিংয়ে তার কাছ থেকে দল পাচ্ছে অবদান। জাতীয় দলের হয়ে ৩৪ ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি খেলেও অবশ্য নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। এবার আবার ঘরোয়া লিগের নৈপুণ্য দিয়ে ফের আলোচনায় এসেছেন। তবে মাশরাফি পরিস্কার করে দিলেন এসব ঘরোয়া লিগের পারফরম্যান্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তফাত বিস্তর, 'এই নির্বাচনের পার্টে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনও করছি। দল নির্বাচন আমার হাতে নেই। এখানের পারফর্মেন্স আমি আগের পরের কথা টেনে এনে বলছি যে এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে। এই কারণে আমি বলছি যে মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার ওপরে অনেক কিছু নির্ভর করবে। '

Comments