কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “ওবায়দুল কাদের সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।”
কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ড. আবু নাসের রিজভী মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বোর্ডের বরাতে মন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ এই অবস্থার কথা জানান।
ব্রিফিংয়ের সময় কাদেরের পরিবারের সদস্যরা হাসপাতালের লবিতে উপস্থিত ছিলেন।
গত ২৩ মার্চ বাইপাস সার্জারির পর কাদেরের স্বাস্থ্যের উন্নতি হয়।
৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ- এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রাথমিক চিকিৎসা প্রদানের পর এনজিওগ্রাম করা হলে কাদেরের আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানানো হয়েছিলো।
এর পরদিনই ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে একটি এয়ার এম্বুলেন্সে করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Comments