মরক্কোকে হারিয়ে স্বস্তির জয় আর্জেন্টিনার

দফায় দফায় হাতাহাতি আর কিছুক্ষণ পর পরই ফাউল। তানজিয়ারে মঙ্গলবার আর্জেন্টিনা বনাম মরক্কোর ম্যাচের এটাই ছিল মূলচিত্র। প্রীতি ম্যাচের প্রীতি ছাপিয়ে নানা উত্তেজনাকর ঘটনা ঘটে। আর ঘটনাবহুল ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিয়েছে এক মাত্র গোলে। আনহেল কোররেয়ার গোলে ঘরের মাঠে মরক্কোকে ১-০ গোল হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লিওনেল স্কালোনির দল।
ছবি: এএফপি

দফায় দফায় হাতাহাতি আর কিছুক্ষণ পর পরই ফাউল। তানজিয়ারে মঙ্গলবার আর্জেন্টিনা বনাম মরক্কোর ম্যাচের এটাই ছিল মূলচিত্র। প্রীতি ম্যাচের প্রীতি ছাপিয়ে নানা উত্তেজনাকর ঘটনা ঘটে। আর ঘটনাবহুল ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিয়েছে এক মাত্র গোলে। আনহেল কোররেয়ার গোলে ঘরের মাঠে মরক্কোকে ১-০ গোল হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লিওনেল স্কালোনির দল।

দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তবে সুবিধা করে উঠতে পারেনি। যদিও ম্যাচ জিতে নিয়েছে তারা। কিন্তু ম্যাচে পরিষ্কারভাবেই ছিল স্বাগতিকদের আধিপত্য। বলের নিয়ন্ত্রণও ছিল তাদেরই বেশি। গোল করার মতো প্রথম সুযোগটাও পায় স্বাগতিকরা। একাদশ মিনিটে বেলহান্ডার পাসে জোরালো শট নিতে পারলে গোল পেতে পারতেন খালিদ বোতায়িব।

২৮ মিনিটে আর্জেন্টিনার রদ্রিগো দি পলকে ফাউল করা নিয়ে উত্তেজনা ছড়ায় মাঠে। প্রায় হাতাহাতিতে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রা। বোতায়িবকে হলুদ কার্ড দেখিয়ে সে যাত্রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেফারি। ম্যাচের ৪২ মিনিটে আরও এক দফা দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি লিপ্ত হন। এবার ম্যাচ নিয়ন্ত্রণে আনতে দুই দলের দুই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে। প্রথমার্ধেই মোট ফাউল হয় ২৫টি। ম্যাচে হয় মোট ৪৯টি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পেশী শক্তি ব্যবহার করে খেলতে থাকেন দুই দলের খেলোয়াড়রা। তাই উত্তেজনা ছড়াতেও খুব বেশি দেরি হয়নি। ৫৩ মিনিটে এমবার্ক বাউসফার এক ফাউল করাকে কেন্দ্র করে আবারও প্রায় হাতাহাতি হয় দুই দলের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাউসফাকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর আর বড় কোন ঘটনা না ঘটলেও ম্যাচের শেষ পর্যন্ত ছিল পেশী শক্তির ব্যবহার।

তবে মাঠের খেলায় উত্তেজনা ছড়াতে পারেনি কোন দলই। ভালো কোন আক্রমণ করতে পারেনি। তবে ৭৯তম মিনিটে পাওলো দিবালাকে তুলে জিওভানি লো সেলসোকে নামান আর্জেন্টিনা কোচ। তাতে কিছুটা প্রাণ আসে অতিথিদের খেলায়। চার মিনিট পর গোলও পায় দলটি। ম্যাতিয়াস সুয়ারেজের পাস থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বদলী খেলোয়াড় কোররেয়া।

এরপর গোল শোধের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি মরক্কো। ফলে ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago