বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি: আবারো দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পুনর্ব্যক্ত করে বলেছে যে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি।
গতকাল (২৬ মার্চ) এক নিয়মিত সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্ট পালাদিনো সেই দাবি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “… ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ভুয়া ভোট, ভোটার ও বিরোধীদের হুমকি দেওয়াসহ অনিয়মের খবর বিস্তৃতভাবে প্রকাশিত হয়েছে।”
এছাড়াও, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন পালাদিনো।
বলেন, “অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের বর্তমান সরকারের পাশাপাশি বিরোধীদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।”
এদিকে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটি মনে করে, এর ফলে দুটি দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
Comments