আইপিএলে সাকিবের বাকি খেলাগুলো কবে, কখন
রোববার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দলের প্রথম উইকেটটি তারই নেওয়া। যদিও সে ম্যাচে হেরে গিয়েছিল তার দল। গেল আসরের মতো এবারও সানরাজার্সে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। দলের পরিস্থিতি বলছে ফিট থাকলে বেশিরভাগ ম্যাচেই মাঠে দেখা যেতে পারে সাকিবকে।
বাংলাদেশ সময় অনুযায়ী সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের বাকি ম্যাচগুলোর সূচি:
২৯ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস- (ভেন্যুঃ হায়দরাবাদ)-রাত ৮.৩০
৩১ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- (ভেন্যুঃ হায়দরাবাদ)-বিকাল ৪.৩০
৪ এপ্রিল- দিল্লী ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ-(ভেন্যু: দিল্লী) -রাত ৮.৩০
৬ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস-(ভেন্যুঃ হায়দরাবাদ) -রাত ৮.৩০
৮ এপ্রিল- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ-(ভেন্যুঃ মোহালি) -রাত ৮.৩০
১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লী ক্যাপিটালস-(ভেন্যুঃ হায়দরাবাদ)-রাত ৮.৩০
১৭ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস-(ভেন্যুঃ হায়দরাবাদ)-রাত ৮.৩০
২১ এপ্রিল- সানরাইজার্দ হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স-(ভেন্যুঃ হায়দরাবাদ)-বিকাল ৪.৩০
২৩ এপ্রিল- চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ- (ভেন্যুঃ চেন্নাই) -রাত ৮.৩০
২৭ এপ্রিল- রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ- (ভেন্যুঃ জয়পুর)-রাত ৮.৩০
২৯ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব- (ভেন্যুঃ হায়দরাবাদ)-রাত ৮.৩০
২ মে মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দরাবাদ- (ভেন্যুঃ মুম্বাই) -রাত ৮.৩০
৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ- (ভেন্যুঃ বেঙ্গালুরু) -রাত ৮.৩০
Comments