বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন রাজ্জাক

সকালে খেলা শুরুর পর বৃষ্টির হানায় ম্যাচুর আয়ু কমে গিয়েছিল। ১২ ওভার কমে যাওয়া ম্যাচে দলকে জুতসই পূঁজি পাইয়ে দিলেন আল-আমিন জুনিয়র। পরে বল হাতে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। লিস্ট-এ ক্রিকেটে নিজের ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছার দিনে সব আলো নিজের দিকে নিয়ে নেন তিনি।
Abdur Razzak
আব্দুর রাজ্জাক। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সকালে খেলা শুরুর পর বৃষ্টির হানায় ম্যাচুর আয়ু কমে গিয়েছিল।  ১২ ওভার কমে যাওয়া ম্যাচে দলকে জুতসই পূঁজি পাইয়ে দিলেন আল-আমিন জুনিয়র। পরে বল হাতে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। লিস্ট-এ ক্রিকেটে নিজের ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছার দিনে সব আলো নিজের দিকে নিয়ে নেন তিনি। 

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে ২৩০ রান জড়ো করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডি/এল মেথডে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৪০ রানের। দুর্বল উত্তরা স্পোর্টিং ওই লক্ষ্যের পিছু ছুটে কুল কিনারা করতে পারেনি। রাজ্জাকের স্পিনে তাদের থামতে হয়েছে ১৮২ রানে। ডি/এল মেথডে ৫৭ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে আবাহনীর পরেই থাকল প্রাইম ব্যাংক।

৮ ওভার বল করে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন রাজ্জাক। এতে প্রথম বাংলাদেশি হিসেবে রাজ্জাক পৌঁছে যান ৪০০ উইকেটের মাইলফলকে।

অথচ মিরপুরের মন্থর আর উঁচুনিচু উইকেটের ফায়দা নিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল উত্তরা। ব্যাট করতে গিয়ে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৯৮ তুলতেই নামে মুষল ধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ঘণ্টা দুয়েক। ম্যাচ নেমে আসে তাই ৩৮ ওভারে। ওই পরিস্থিতিতে আল-আমিন জুনিয়র তুলেন ঝড়। সালমান হোসেনকে নিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। দলের ১৭০ রানে গিয়ে সালমানের বিদায়ে ভাঙে এই জুটি। আল-আমিনও ফেরেন খানিক পর। ৪৭ বলে ৬০ রানের ইনিংসে ৫ চার আর দুই ছক্কা মেরেছেন তিনি। শেষ দিকে অলক কাপালীর ১৯ আর নাজমুল হোসেন মিলনের দ্রুত ২৫ রানে বড়সোড়ো পূঁজি পায় প্রাইম ব্যাংক।

ওভারপ্রতি ছয় রানের উপর তুলার চ্যালেঞ্জ নিয়ে রান তাড়ায় নেমে রাজ্জাকদের সামনে সুবিধা করতে পারেনি উত্তরার তরুণরা। অফ স্পিনার নাঈম হাসান আর রাজ্জাক মিলে কোমর ভেঙে দেন উত্তরার।

৭ ওভার বল করে ৪২ রানে নাঈম দেন ২ উইকেট। রাজ্জাক ছিলেন ক্ষুরধার। তার বল থেকে যেমন রান নেওয়া যায়নি, টপাটপ উইকেটও খুইয়েছে উত্তরা। এক পর্যায়ে ১৩০ রানেই ৭ উইকেট হারায় তারা। বাকিটা সময় জেতার কোন পরিস্থিতি ছিল না তাদের সামনে।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

1h ago