লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ির হিসাব চাইলেন হাইকোর্ট
ফিটনেসবিহীন কত সংখ্যক গাড়ি সারাদেশের রাস্তায় চলাচল করছে ও বৈধ লাইসেন্স ছাড়া কত জন চালক হিসেবে কাজ করছেন তার তথ্যসহ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আগামী ৩০ এপ্রিলের মধ্যে আদালতে এই প্রতিবেদন দিতে হবে।
“No fitness docs, yet running” শিরোনামে গত ২৩ মার্চ দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে আমলে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ এই আদেশ দেয়। সেই সঙ্গে প্রতিবেদনে ফিটনেসবিহীন যানবাহন সম্পর্কে বিআরটিএ’র পরিচালক (সড়ক নিরাপত্তা) মাহবুবে রব্বানীর মতামত উল্লেখ করতে বলেছেন হাইকোর্ট।
ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
Comments