গুলশানের ডিএনসিসি কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলশান-১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আজ (৩০ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে টিনশেড কাঁচাবাজারটিতে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের ডিএনসিসি মার্কেটের তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আগুনে কাঁচাবাজারের বহু দোকান পুড়ে গেছে বলে সূত্র জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ বলেন, কাঁচাবাজারের আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর আগে, ২০১৭ সালের অগ্নিকাণ্ডের পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির প্রায় ৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
Comments