আর্জেন্টিনায় কেন তোমাকে দোষারোপ করে? মেসিকে ছেলের প্রশ্ন

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবল ক্লাব বার্সেলোনার প্রাণ ভোমরা। তবে সে অর্থে জাতীয় দলে ততোটা সফল নন। আবার আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও তিনি। তাই নিজ দেশে তিনি যেমন ব্যাপক জনপ্রিয়, তেমনি তার নিন্দুকের সংখ্যাও কম নয়। নিজের ক্যারিয়ার, পরিবার, বার্সেলোনা ও আর্জেন্টিনার খেলার ধরণ সহ নানা প্রসঙ্গে সম্প্রতি বুয়েনেস এইরেসের রেডিও এফএম ৯৪৭কে দেয়া সাক্ষাৎকার দিয়েছেন এ ফুটবল জাদুকর। তার চুম্বক অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য-

আর্জেন্টিনা জাতীয় দল

আর্জেন্টিনায় আমাদের এই জেনারেশনের সাথে দুর্ব্যবহার করা হয়। আমরা পেশাদার এবং আমরা জিততে চাই। আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কিছু জিততে চাই। অনেক মানুষ আমাকে বলেছে না ফেরার জন্য, পরিবার, বন্ধুবান্ধব। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে আর্জেন্টিনায় কেন তোমাকে দোষারোপ করা হয়?

বাস্তবিকভাবে একটি পাওয়ার হাউজ হতে আর্জেন্টিনা দলের অনেক কাজ করার বাকি। এই তরুণরা খুবই কম ম্যাচ পেয়েছে আর্জেন্টিনা দলে। আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা শক্তিশালী দল হব।

আর্জেন্টিনা দলে আগত নতুন খেলোয়াড়

আগত নতুনদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। দলের সঙ্গে খেলে যেতে হবে, আমার সঙ্গে নয়৷ তারা প্রতি সপ্তাহ শেষে যা করে তার ফলস্বরূপই তারা জাতীয় দলে এসেছে৷

তাদের সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে৷ প্রকৃতপক্ষে, দলে তাদের মাঝে আমিই নতুন৷ তাই তাদের সঙ্গে আমাকেই মানিয়ে নিতে হবে ৷

ইকার্দির সঙ্গে আমি দুটি ম্যাচ খেলেছিলাম৷ কিন্তু আমি জানি না কি ঘটার কারণে সে বলেছিল যে, এই গ্রুপ (দল) আগে খারাপ ছিল৷ আমি জানি না সে কি বুঝিয়েছিল৷ আমি কখনোই তার ব্যাপারে কারও কাছে কিছু বলিনি এবং তার সঙ্গে খারাপ আচরণ করিনি।

আমি কথা কম বলি৷ আমি খেলে যাই এবং সেটাই আমি পছন্দ করি৷

রোনালদো এবং বিশ্বের সেরা খেলোয়াড়

নেইমার,এমবাপে,হ্যাজার্ড,সুয়ারেজ,অ্যাগুয়েরো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম।

ক্রিস্তিয়ানো রোনালদোকে আমি আমার সাথে তালিকার বাহিরে রাখলাম।

আমি রোনালদোকে স্পেনে মিস করি৷ যদিও তাকে ট্রফি জয় করতে দেখাটা কঠিন ছিল, তারপরও তার এখানে থাকাটা আনন্দদায়ক ছিল৷

জুভেন্টাসের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে৷ তারা মহান একটি দল এবং রোনালদোর উপস্থিতিতে সেই মহত্ত্বটা আরও বেড়েছে৷ আশা করি আমরা ফাইনালে পৌঁছব এবং তারপর যা হবার হবে৷

ভক্ত এবং গণমাধ্যমের সমর্থন

আমি জানি যে তাদের অধিকাংশই আমাকে সমর্থন করে৷ আমি যখনই আর্জেন্টিনাতে যাই, তারা আমাকে অনেক সমর্থন দেয়৷ অল্প কিছু মানুষ খারাপ কিছু বা দোষ খুঁজে বেড়ায়৷ আমি এটা খুব ভালভাবেই জানি৷

তারা যা বলতে চায় তাদের বলতে দিন৷ আমি শুধু খেলে যেতে চাই এবং আমি সেটাই করি৷

ফাইনালে মিস হওয়া সুযোগ

আপনি জানেন আমি কতবার ফাইনাল এবং মিস করা সুযোগগুলোর রিপ্লে দেখেছি? সেই সুযোগ গুলোর কিছুও যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আজ সবকিছু অন্যরকম হতে পারত৷

২০১৮ বিশ্বকাপ

এটা খুব কঠিন ছিল। সেখানে অনেক কিছু ছিল যা শুরু থেকেই ভুল। প্রথম ম্যাচ জিততে না পারা, পেনাল্টিতে গোল করতে না পারা। দ্বিতীয় ম্যাচ ভালোভাবে শুরু হয়েছিলো কিন্তু প্রথম গোলের পর সবকিছু উলটপালট যায়। আমরা বিশৃঙ্খল হয়ে পড়ি যদিও শেষ ম্যাচে কোয়ালিফাই করি।

ফ্রান্স ম্যাচে আমরা ২-২ গোলে সমতায় ছিলাম এবং তারা গোল করার পর আমরা সবাই মিলেও তা শোধ করতে পারিনি।

বিশ্বকাপের পরে আমি কথা বলতে পছন্দ করিনি। আমি নিজেকে আলাদা রাখতে চেয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজেই নিজের কষ্ট ভুলতে চেষ্টা করেছি। আমি সবকিছু থেকে দূরে থাকতে চেয়েছি।

আমাদের প্রাপ্তির পরও আমরা অনেক দুয়ো শুনেছি। কারণ আমরা কোন শিরোপা জিততে পারিনি। ৩টি ফাইনাল খেলার পরেও।

এই আর্জেন্টিনা দলের সাথে যেমন আচরণ করা হয়েছে অন্য কোন জেনারেশনের সঙ্গে এমনটা করা হয়নি।

বন্ধুদের দলে নেওয়া

বন্ধুদের দলে নেওয়ার কথাটা আমি অনেক বছরে ধরে শুনে আসছি। তারা বলে আমি একাদশ ঠিক করি, কোচদের নিয়ে আসি এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে পরিচালনা করি। এটা আমাকে মর্মাহত করতো যখনি শুনতাম।

মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি খেলতে পারছেন না

ডিসেম্বর মাস থেকে আমার কুঁচকি অঞ্চলে ব্যথা ছিল। অন্যান্য মৌসুমের চেয়ে এ মৌসুমে এখন পর্যন্ত আমি কম সময় খেলেছি। স্কলানি এটি জানতো এবং সে মনে করেছে আমার মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলা উচিত হবে না। সে আমাকে বিশ্রাম দিয়েছে যা আমার জন্য খুব কাজে দিয়েছে৷ কুঁচকির চোট অনেক জটিল এবং এটি সহজে ঠিক হয় না। আমি তাড়াতাড়ি এটি থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছি।

ভেনেজুয়েলার বিপক্ষে রক্ষণে ৫ জন নামানো

এটা আমার জন্য বিস্ময়কর ছিল কারণ অনুশীলনে প্রথম কয়েক দিন আমরা অন্যভাবে খেলেছি৷ তবে এখন আমাদের ব্যতিক্রম কিছু চেষ্টা করার সময় ৷ তিনি (কোচ) তার সিদ্ধান্তে পৌঁছে গেছেন৷

আবার নিউয়েলস ওল্ড বয়েজে খেলা

অবসরের আগে আমি একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনাতে ফিরে যাওয়া এবং নিউয়েলস ওল্ড বয়েজ এর সাথে আবারো খেলার অভিজ্ঞতা অর্জন করা। কিন্তু আর্জেন্টিনায় ফিরে যাওয়াটা সহজ নয়৷ আমাকে আমার পরিবার ও সন্তানদের নিয়ে ভাবতে হবে৷ এটা তাদের উপরও নির্ভর করে৷

আমি জানি না কেন তারা বলে আমি রিভার প্লেটের ফ্যান,আমি ছোটবেলা থেকেই নিউয়েল ওল্ড বয়েজের ফ্যান।

ক্লাদিও তাপিয়ার (এএফে প্রেসিডেন্ট) সঙ্গে সম্পর্ক

শুরু থেকেই তাপিয়ার সাথে আমার সম্পর্ক খুবই ভালো।

বার্সেলোনার খেলার ধরণ

বার্সেলোনার দর্শন হচ্ছে তাদের ইতিহাস৷ আর্জেন্টিনায় বার্সেলোনার ধরণে খেলার মত খেলোয়াড় নেই এবং সেই ধরণটা আয়ত্ত করার মত যথেষ্ট সময়ও নেই।

লুইস সুয়ারেজ

আমি জীবনে আমার পাশে বহু মহান খেলোয়াড়দের পেয়েছি কিন্তু সুয়ারেজের সঙ্গে মাঠের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷

গেতাফের বিপক্ষে ২০০৬ সালে তার করা সেই গোলটি বার্সেলোনার ইতিহাসে সেরা গোল হিসেবে নির্বাচিত হওয়া

আমি হলে সেই গোলটিকে সেরা নির্বাচিত করতাম না৷ বরং বার্নাব্যুতে মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে করা গোলটি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা সেই হেডারটিকে বাছাই করতাম৷

Comments

The Daily Star  | English

Jute prices jump amid supply crunch, polybag ban

Prices of raw jute, once dubbed the “golden fibre” of Bangladesh, have increased by nearly 19 percent year-on-year as demand has outpaced supply following the government’s ban on polythene bags.

12h ago