ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে পুড়েছে ২১১টি দোকান

211 shops razed
০ মার্চ ২০১৯, ভোর পৌনে ছয়টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশের টিনশেড কাঁচাবাজারে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছবি: আমরান হোসেন

রাজধানীর গুলশান-১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২১১টি দোকান।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মার্কেটের সভাপতি দ্বীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগুনে মার্কেটের নিচতলার প্রায় সবগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থিত হওয়ায় অন্তত ৬৮টি দোকান অক্ষত রয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আজ (৩০ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে টিনশেড কাঁচাবাজারটিতে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের ডিএনসিসি মার্কেটের তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments