বিকেএসপি-শাইনপুকুর নাটকীয় টাই
জেতার জন্য শেষ ওভারে শাইনপুকুরের দরকার ছিল ১০ রান। প্রথম চার বলে ৭ রান আসার পর বাকি দুই বলে বাই রান আর দুই রান আউটের নাটকীয়তার পর ম্যাচ হয়ে গেছে টাই।
ফতুল্লায় বিকেএসপির করা ২২২ রান তাড়ায় এক পর্যায়ে অনায়াসে জেতার অবস্থায় ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু হুট করে উইকেট খুইয়ে হারতে বসে তারা। বারবার রঙ বদলে ঠিক ২২২ রানেই থামে তারাও।
১০ রান আটকাতে শেষ ওভারটি করতে এসেন তানজিম হাসান সাকিব । ভারতীয় উন্মুক্ত চাঁদ তার প্রথম তিন বল থেকে নেন ৩ রান। চতুর্থ বলে বাউন্ডারি মেরে দেন দেলোয়ার হোসেন। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান দেলোয়ার। শেষ বলেও একই অবস্থা। জিততে দরকার ২। বাই থেকে ১ রান নেওয়ার পর আরেক রান নেওয়া যায়নি। রান আউট হয়ে যান চাঁদও।
এর আগে মন্থর উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই ভুগেছেন। ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের ৮১ আর আব্দুল কাইয়ুমের ৭০ রানে ২২২ রান করে বিকেএসপি। ওই রান তাড়ায় দারুণ শুরু পায় শাইনপুকুর। দুই ওপেনার ৮৬ রানের ভিত এনে দেন। ৪৫ রান করে সাদমান ইসলাম, আর ৩৬ করে সাব্বির হোসেন ফিরলেও তারা ছিল সুবিধাজনক অবস্থাতেই।
কিন্তু মিডল অর্ডারে কেউই চাঁদকে সঙ্গে দিতে না পারায় পথ হারায় শাইনপুকুরের ইনিংস। চাঁদ তবু শেষ পর্যন্ত টিকে লড়াই চালিয়েছিলেন। তবে হার বাঁচালেও পারেননি জেতাতে।
সংক্ষিপ্ত স্কোর:
বিকেএসপি: ৫০ ওভারে ২২২/৮ ( প্রান্তিক ৮১, কাইয়ুম ৭০ ; দেলোয়ার ৩/৩৩, শরিফুল ২/২২)
শাইনপুকুর: ৫০ ওভারে ২২২/৯ (চাঁদ ৭৪, সাদমান ৪৫; হাসান ৩/৪১, কাইয়ুম ২/৩১)
ফল: ম্যাচ টাই
ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল কাইয়ুম।
Comments