৩ সাংসদকে এলাকা ছাড়তে বলল ইসি
উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় তিন জন সংসদ সদস্যকে অবিলম্বে তাদের এলাকা ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার চতুর্থ দফায় উপজেলা নির্বাচনের আগ দিয়ে আজ বিকেলে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া সংসদ সদস্যরা হলেন, ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রঞ্জিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী।
নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক নোটিশ এই তিন এমপির কাছে পাঠানো হয়েছে।
এমপিদের জন্য উপজেলা নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে যে তারা এই নির্বাচনে কোনো প্রচারণায় অংশ নিতে পারবে না। কেবলমাত্র তারা নির্বাচনের দিন তাদের ভোট দেওয়ার জন্যই ভোটকেন্দ্রে যেতে পারবেন।
প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনকারী ২০ জনের মতো সাংসদকে সতর্ক করে এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে ইসি।
চতুর্থ ধাপে আগামীকাল ১০৭টি উপজেলায় ভোট হবে।
Comments