বনানীর আগুন: ফারুক, তাসভিরকে আদালতে নেওয়া হবে আজ
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির জমির মালিক এস এম এইচ আই ফারুক এবং এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে আজ (৩১ মার্চ) আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল দিবাগত রাতের পৃথক সময়ে এই দুইজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় বনানী থানায় দায়েরকৃত মামলার কারণে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে এখন পর্যন্ত ২৬ নিহত এবং আরও ৭০ জন আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ডিবি উত্তর) মশিউর রহমান আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান, বনানী থানায় দায়েরকৃত মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments