সমালোচকদের উপর চটেছেন সালাহ

লিভারপুলের প্রায় প্রতিটি জয়েই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। যদিও বেশ কিছু দিন থেকেই গোল পাচ্ছেন না তিনি। তবে গোলের জোগান দিচ্ছেন কিংবা প্লে মেকিংয়ের কাজটা করছেন। কিন্তু তারপরও সালাহর সমালোচনায় মুখর বেশ কিছু লিভারপুল সমর্থক। তাদের উপর বেজায় চটেছেন এ মিসরীয় তারকা। তাকে সমালোচনা করার কারণও জানতে চেয়েছেন তিনি।
ছবি: এএফপি

লিভারপুলের প্রায় প্রতিটি জয়েই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। যদিও বেশ কিছু দিন থেকেই গোল পাচ্ছেন না তিনি। তবে গোলের জোগান দিচ্ছেন কিংবা প্লে মেকিংয়ের কাজটা করছেন। কিন্তু তারপরও সালাহর সমালোচনায় মুখর বেশ কিছু লিভারপুল সমর্থক। তাদের উপর বেজায় চটেছেন এ মিসরীয় তারকা। তাকে সমালোচনা করার কারণও জানতে চেয়েছেন তিনি।

আগের দিন টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পায় লিভারপুল। তবে ম্যাচটা এক সময় মনে হয়েছিল ১-১ গোলের সমতায় শেষ হবে। তবে শেষ দিকে সালাহর একটি হেড গোলরক্ষক হুগো লরিস ফেরালেও ফিরতি বল বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। আর এ গোলে ভর করেই ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে তারা।

শুধু তাই নয় চলতি মৌসুমে লিভারপুলের হয়ে করেছেন ২০টি গোল। দলের সর্বোচ্চও বটে। অবশ্য তার সমান ২০টি গোল রয়েছে সেনেগাল তারকা সাদিও মানেরও। কিন্তু সমালোচনা সব সহ্য করতে হচ্ছে সালাহকেই। মূলত সাম্প্রতিক সময়ে গোল করতে না পারার কারণেই শূলে চড়তে হচ্ছে তাকে। শেষ এগারো ম্যাচে যে মাত্র একবার বল জালে জড়িয়েছেন তিনি। শেষ গোলটি পেয়েছেন গত ৯ ফেব্রুয়ারি। অথচ গত মৌসুমে ৫২ গোল করেছিলেন তিনি। তাই চলতি মৌসুমেও এমন পারফরম্যান্সই আশা করছেন সমর্থকরা।

তবে গোল করতে না পারলেও গোলের জোগান দিচ্ছেন সালাহ। এ মৌসুমে তার এসিস্ট আটটি। এছাড়াও গোলের উৎস তৈরি করছেন অনেক। সবমিলিয়ে সমালোচনাটা মানতে পারছেন না সালাহ, ‘হয়তো আমি কিছু ম্যাচে গোল পাইনি। কিন্তু এরকম তো আরও অনেক ফুটবলার আছে যারা আমার সমানই গোল করেছে। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের ক্যারিয়ারের সেরা মৌসুম যাচ্ছে। অথচ আমার ক্ষেত্রে উল্টোটাই বলছে তারা। সব সমালোচনা আমাকেই শুনতে হচ্ছে, আমারই নাকি খারাপ সময় যাচ্ছে।’

আসলে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত সাফল্য নিয়ে ভাবছেন সালাহ। নিজের লক্ষ্যের কথাও স্পষ্ট করেই জানালেন এ মিসরীয়, ‘গোল পেলাম কি পেলাম না, এ নিয়ে ভাবছি না। ম্যাচ জেতাই মূল লক্ষ্য। আমরা সবাই প্রিমিয়ার লিগ শিরোপা চাই। আর এর জন্য ম্যাচ জেতা জরুরী। সবসময় খুব ভালো যে খেলতে হবে এমনটা নয়। পয়েন্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। বড় দল সবসময় পয়েন্ট পাওয়ার একটা পথ খুঁজে নেয়। এবং আমরা এটা করছি।’

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

6m ago