খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীতে পাটকল শ্রমিকদের রেল ও সড়কপথ অবরোধ

মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে রেল ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন পাটকল শ্রমিকেরা।
Jute strike
২ এপ্রিল ২০১৯, চট্টগ্রামের ষোলশহর এলাকায় আমিন জুটমিলের শ্রমিকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের পথরোধ করে এর চলাচল বন্ধ করে দেন। ছবি: রাজিব রহমান

মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে রেল ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন পাটকল শ্রমিকেরা।

আজ (২ এপ্রিল) সকাল থেকে তারা খুলনা ও চট্টগ্রামের রেলপথ এবং রাজশাহী ও চট্টগ্রামের সড়কপথ অবরোধ করে রেখেছেন বলে আমাদের স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন।

৯ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন এলাকার রেল ও সড়কপথ অবরোধ করে রাখেন।

খুলনায় সকাল ৮টা থেকে ঢাকা-খুলনা রেলপথ এবং দৌলতপুর ও কাশীপুর এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা।

খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ঢাকা-খুলনা রেলপথ বন্ধ রয়েছে। এখান থেকে আজ সকালে কেবল বেনাপোলগামী একটি ট্রেন ছেড়ে গেছে।

চট্টগ্রামের ষোলশহর এলাকায় আজ সকালে আমিন জুটমিলের শ্রমিকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের পথরোধ করে এর চলাচল বন্ধ করে দেন।

রাজশাহীতে অবরোধ তুলে নেওয়ার আগ পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন রাজশাহী জুট মিলের অন্তত ১ হাজার ৫০০ শ্রমিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা জুটমিলের মুল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। 

আন্দোলনরত পাটকল শ্রমিকদের মূল দাবি হচ্ছে ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়ন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া ভাতা পরিশোধ এবং দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে যেনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।

Comments

The Daily Star  | English

Fire at Big Boss factory still burning after 5 hours

Firefighters were only able to reach the scene around 4:45pm after being delayed for hours due to worker unrest

58m ago