ফোর্বসের অনূর্ধ্ব ৩০ তালিকায় ২ বাংলাদেশি
প্রযুক্তি নির্ভর নতুন ব্যবসা, বিনোদন, স্বাস্থ্যসেবা বা ই-কমার্সের মতো উদ্যোগের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশিয়ার ৩০০ জন তরুণের একটি তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। এতে দুই জন বাংলাদেশির নাম এসেছে।
কনজিউমার টেকনোলোজি ক্যাটাগরিতে রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’ এর সহপ্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস (২৯) এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং ক্যাটাগরিতে কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ (২৫) রয়েছেন এই ৩০০ প্রভাবশালী তরুণের মধ্যে।
চতুর্থবারের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশ থেকে প্রায় দুই হাজার তরুণ এ তালিকায় মনোনয়ন পেয়েছিলেন। পরে বিচারক প্যানেলের মাধ্যমে বাছাই করে ৩০০ সফল তরুণ উদ্যোক্তা নিয়ে ২০১৯ সালের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকাটি প্রকাশ করা হয়েছে। অন্যান্যদের মতো বাংলাদেশি দুজনের কৃতিত্বের সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে তারা।
‘পাঠাও’ এর সহপ্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস সম্পর্কে ফোর্বস বলেছে, তিনি শিফাত আদনানের (ত্রিশোর্ধ্ব) সঙ্গে যৌথভাবে রাইড শেয়ারিং, খাবার ও মালপত্র পরিবহন সেবা ‘পাঠাও’ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের পাঁচটি শহর ও নেপালের কাঠমান্ডুর ৫০ লাখ মানুষ এই সেবা ব্যবহার করছেন। ইন্দোনেশিয়ার গো-জেক বিনিয়োগে ও অনুপ্রেরণা নিয়ে ‘পাঠাও’-কে তিনি ‘সুপার অ্যাপ’ হিসেবে গড়ে তুলতে চান।
অন্যদিকে তরুণ কার্টুনিস্ট মোরশেদ মিশু সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুর দিকে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন তৈরি করতে শুরু করেন তিনি। যুদ্ধের মর্মান্তিক ছবিগুলো তার কলমের আঁচড়ে রূপ নিয়েছে হাসি-আনন্দ ভরা শিল্পকর্মে।
Comments