‘২৪০ মিলিয়ন পাউন্ড মেসি-রোনালদো-নেইমারও প্রাপ্য নয়’
ফরাসী গণমাধ্যমের বরাতে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, আগামী গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) তরুণ তারকা কিলিয়ান এমবাপে। আর মূল্যটাও বেশ চড়া। ২৪০ মিলিয়ন পাউন্ড। এ মূল্য অবিশ্বাস্য ঠেকেছে বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদোর কাছে। তার মতে এমবাপে তো দূরের কথা, এ মূল্য লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো ও নেইমারের মতো খেলোয়াড়ও প্রাপ্য নয়।
বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রান্সে পাড়ি দিয়েছিলেন তিনি। অবশ্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় এমবাপে। গত মৌসুমে ১২৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো থেকে পিএসজিতে পাকাপাকিভাবে যোগ দেন তিনি। এর আগে এক মৌসুমের জন্য ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে ধারে খেলেছেন এমবাপে।
কিন্তু সে সব রেকর্ডই এখন ভেঙে যাওয়ার পথে। রিয়ালে যোগ দিলে হয়তো ট্রান্সফার ফির নতুন রেকর্ডই গড়বেন এমবাপে। কিন্তু দল বদলের বাজারে এতো চড়া মূল্যের কোন জায়গা নেই বলেই মনে করেন রিভালদো, ‘আমার মতে ২৪০ মিলিয়ন পাউন্ড অনেক বেশি। এমনকি লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো অথবা নেইমারও এ মূল্য প্রাপ্য না।’
‘বাজার খুবই স্ফীত। যদি আপনি সেরা খেলোয়াড়কে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক খরচ করতে হবে। তবে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপের জন্য যে মূল্য দিবে বলে সংবাদমাধ্যম যেটা বলা হচ্ছে ফুটবলে এর বাস্তবতা আমি দেখছি না। এর মানে এই না যে এমবাপে মূল্যবান না। সে দারুণ মেধাবী এবং মাত্র ২০ বছর বয়স।’ -যোগ করে আরও বলেন রিভালদো।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপে। পিএসজির হয়ে সব আসর মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৩২ গোল। লিগ ওয়ানে করেছেন ২৭টি। ১৯৫২ মিনিট মাঠে থেকে মেসির মতোই প্রতি ৭২ মিনিটে একটি গোল দিয়েছেন এ তরুণ। ইউরোপিয়ান লিগে তার চেয়ে বেশি গোল দিয়েছেন কেবল মেসি। কিন্তু তিনিও একটি গোল করতে সময় নিয়েছেন ৭২ মিনিটই। এমবাপের চেয়ে ২৯৫ মিনিট বেশি খেলেছেন বার্সা অধিনায়ক।
Comments