সঞ্জিত সাহার ঘূর্ণিতে জিতল গাজী

মাইশুকুর রহমান আর মেহেদী হাসানের দারুণ উদ্বোধনী জুটির পর দলকে টানলেন শামসুর রহমান শুভ। তবে শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল না জুতসই পূঁজি। কিন্তু উত্তরার ইনিংসের শুরুতেই নামা বৃষ্টির পর মোড় ঘুরে গেল খেলার। পরে সঞ্জিত সাহার অফ স্পিনে কাবু হয়ে ম্যাচ হেরেছে উত্তরা।
Sanjit Saha
বিসিবির বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া সঞ্জিত সাহা, ফাইল ছবি: স্টার

মাইশুকুর রহমান আর মেহেদী হাসানের দারুণ উদ্বোধনী জুটির পর দলকে টানলেন শামসুর রহমান শুভ। তবে শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল না জুতসই পূঁজি। কিন্তু উত্তরার ইনিংসের শুরুতেই নামা বৃষ্টির পর মোড় ঘুরে গেল খেলার। পরে সঞ্জিত সাহার অফ স্পিনে কাবু হয়ে ম্যাচ হেরেছে উত্তরা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অষ্টম রাউন্ডের ম্যাচ গাজী গ্রুপ জিতেছে ডি/এল মেথডে ৪৯ রানে। আগে ব্যাটিং পেয়ে ২৩৫ রান করে গাজী। জবাবে ৪ ওভারেই ৪২ রান তুলে ফেলেছিল উত্তরা। এরপর ঘন্টা দুয়েকের বৃষ্টির বাগড়ায় উত্তরার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১৮৮ রান। ওই লক্ষ্যে ছুটে তারা থেমেছে ১৩৮ রানে।

নতুন লক্ষ্যে ছুটে বৃষ্টির পর ৬২ রানে গিয়ে ছন্দে থাকা ওপেনার তানজিদ হাসানকে হারায় উত্তরা। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন শুরু থেকেই ছিলেন তেতে। চার-ছক্কায় জমিয়ে তুলেছিলেন ম্যাচ। কিন্তু ২৯ বলে ৫০ রান করে মেহেদীর বলে তিনি বোল্ড হয়ে গেলে ঘুরে যায় খেলার হিসাব। পরে সঞ্জিত সাহা মুড়ে দেন উত্তরার ইনিংস।

৭ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন সঞ্জিত।

এর আগে মাইশুকুর-মেহেদীর ৮১ রানের জুটির পর পথ হারায় গাজী। দুই ওপেনারই ৪৪ রান করে ফেরেন। ওয়ানডাউনে নেমে মাত্র ২০ রানেই থামেন অধিনায়ক ইমরুল কায়েস। চারে নামা শামসুর করেন সর্বোচ্চ ৫১ রান। এরপর আর কেউ সুবিধা করতে না পারায় বড় সংগ্রহ পায়নি গাজী। কিন্তু বৃষ্টির পর ওই রানই তাদের জেতার জন্যে হয়েছে যথেষ্ট।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৩৫/৯

উত্তরা স্পোর্টিং ক্লাব: ৩১ ওভারে ১৩৮ (লক্ষ্য ৩৩ ওভারে ১৮৮)

ফল: ডি/এল মেথডে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৯ রানে জয়ী।

Comments