সুবর্ণচরে গণধর্ষণ: ৫ আসামি গ্রেপ্তার

rape logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নির্বাচনী দ্বন্দ্বে নোয়াখালীর সুবর্ণচরে গত রোববার রাতে স্বামীকে মারধর করে আটকে রেখে ছয় সন্তানের জননীকে (৩৫) গণধর্ষণের ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে এ মামলার এজাহারভুক্ত মোট পাঁচ আসামি গ্রেপ্তার হলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি থেকে আরমান, রুবেল ও রায়হান নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি আবুল বাসার ও ইউসুফ মাঝিকে আজ জেলার ২নং আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক মাসফিকুল হক বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

অপরদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান,  মঙ্গলবার নির্যাতিতা নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে, প্রতিবেদন প্রস্তুত করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানান তিনি।

সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দ্বন্দ্বে গত ৩১ মার্চ বাগ্যা গ্রামের এক নারীকে দলবেঁধে ধর্ষণ ও স্বামীকে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। ভোট দিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরী বাহারের সমর্থক ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন এ ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে নির্যাতনের শিকার দম্পতিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার স্বামী আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেছেন।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago