সিনেমা হল বন্ধের ঘোষণা স্থগিত, তবে আপাতত!
আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা বলেছিলেন সিনেমা হল মালিক সমিতির সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। কিন্তু সেই খবরের দু’সপ্তাহ পার হতেই সিদ্ধান্ত ‘স্থগিত’ করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আগামী ১২ এপ্রিল থেকে সিনেমা হল বন্ধ থাকার সম্ভাবনা আর থাকছে না।
গতকাল (২ এপ্রিল) দেশের সিনেমা হল মালিক সমিতির সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার অফিসে ঘণ্টাব্যাপী সভা করেন। সভা শেষে সিনেমা হল বন্ধ ঘোষণা আপাতত স্থগিত করেন প্রদর্শক সমিতির নেতারা।
সংবাদটি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দিন মিয়া। তিনি বলেন, “তথ্যমন্ত্রীর কাছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া ছিলো। তথ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি দাবিগুলো একে একে পূরণ করবেন। তার আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ করেছি।”
গত ১৩ মার্চ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি’। তখন সংগঠনটির সদস্যরা ঘোষণা দিয়েছিলেন যে আগামী ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল।
Comments