‘ও’, ‘এ’ লেভেলের ২,২৫৭ জনকে সম্মাননা দিল দ্য ডেইলি স্টার

“ও” লেভেল এবং “এ” লেভেল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারীদের মধ্যে ২,২৫৭ জনকে আজ (৬ এপ্রিল) সম্মাননা দিয়েছে দ্য ডেইলি স্টার।
Award
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ছবি: পলাশ খান

“ও” লেভেল এবং “এ” লেভেল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারীদের মধ্যে ২,২৫৭ জনকে আজ (৬ এপ্রিল) সম্মাননা দিয়েছে দ্য ডেইলি স্টার।

ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ইংরেজি মাধ্যমের এই শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সম্মাননা অনুষ্ঠানে ছিলেন তাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও বিশেষ অতিথিবৃন্দ।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের “ও” লেভেলে যারা ছয়টি বা তার চেয়ে বেশি বিষয়ে “এ” গ্রেড পেয়েছেন এমন ১,৬৯২ জনকে এবং “এ” লেভেলে যারা ন্যূনতম তিনটি বিষয়ে “এ” গ্রেড পেয়েছেন এমন ৪১১ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এডেক্সেল ও কেমব্রিজ দুই বোর্ড থেকেই শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

Award
কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সম্মাননা অনুষ্ঠানে ছিলেন তাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও বিশেষ অতিথিবৃন্দ। ছবি: পলাশ খান

সাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago