স্কুলের ছাদের পলেস্তারা খসে শিশু নিহত
স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে বরগুনার তলতলী উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে এই ঘটনায় আরও ১০ শিশু আহত হয়েছে।
নিহত শিশুর নাম মনসুরা (১০)। সে ছোটো বগি গ্রামের নাজির হোসেন হাওলাদারের মেয়ে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু দ্য ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্কুলটির প্রধানশিক্ষক সাকেরিন জাহান বলেন, একতলা স্কুলভবনটির বয়স ২০ বছর। মেরামতের অভাবে ভবনটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আগেই ঝুঁকির ব্যাপারে অবহিত করেছিলাম।
পলেস্তারা খসে পড়ায় ঘটনায় আহত তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তলতলী থানার ওসি পুলক চন্দ্র হাওলাদার জানান, সকাল ১১টার দিকে পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলছিল। এর মধ্যেই হঠাৎ করে ছাদ থেকে পলেস্তারা খসে শিশুদের মাথায় পড়ে। হাসপাতালে নেওয়ার পর মনসুরাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও বলেন, পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments