লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন মেসি

ছবি: এএফপি

একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। গত রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয়ে আরও একটি রেকর্ড গড়লেন এ তারকা। লা লিগায় এখন সর্বোচ্চ জয়ের রেকর্ডমেসির। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকের ক্যাসিয়াসের সর্বোচ্চ ৩৩৪টি ম্যাচ জয়ের রেকর্ড ভাঙলেন এ আর্জেন্টাইন।

ক্যাসিয়াসের রেকর্ড অবশ্য আগের সপ্তাহে এস্পানিওলকে হারিয়েই ছুঁয়েছিলেন মেসি। ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করায় অপেক্ষা বাড়ে তার। শনিবার ঘরের মাঠে অ্যাতলেতিকোকে ২-০ গোলে হারিয়ে রেকর্ডটা নিজের করে নিয়েছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

রেকর্ডটি যে এককভাবে নিবেন সে ধারণা আগেই ছিল ক্যাসিয়াসের। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পরই মেসিকে আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন সাবেক রিয়াল অধিনায়ক, 'রেকর্ডটা রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড় স্পর্শ করলে আমি বেশি খুশি হতাম। কিন্তু এ ধরনের রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর সে (মেসি) সবসময় অসাধারণ। স্বীকৃতিটা তার অবশ্যই প্রাপ্য।'

ম্যাচের ৮৫তম মিনিটে দারুণ এক গোল দেন লুইস সুয়ারেজ। তার পরের মিনিটে দুর্দান্ত এক গোল দেন মেসিও। দলের জয় তখনই নিশ্চিত। ফলে লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন এ ক্ষুদে জাদুকর। এ জন্য মেসিকে খেলতে হয়েছে ৪৪৭টি ম্যাচ। আর ক্যাসিয়াস ৫১০টি ম্যাচ খেলে ৩৩৪টি ম্যাচ জিতেছিলেন।

ক্যাসিয়াসের পরেই রয়েছেন আরেক স্প্যানিশ গোলরক্ষক আন্দোনি জুবিজারেতা। পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলা সাবেক এ বার্সা তারকার লা লিগায় জয়ের সংখ্যা ৩৩৩ টি। এরপরেই ৩২৪টি ম্যাচ জিতেছেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস। পঞ্চম স্থানে থাকা বার্সেলোনার জাভি হার্নান্দেজ জিতেছেন ৩২২টি ম্যাচ।

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

39m ago