সুপার লিগে দোলেশ্বর, নাসির-সানিতে টিকল শেখ জামালের আশা
পাকিস্তানি সাদ নাসিমের লেগ স্পিনে উত্তরা স্পোর্টিং ক্লাবকে গুঁড়িয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। নাসির হোসেন, ইলিয়াস সানিদের স্পিনে বিকেএসপিকে বিধ্বস্ত করে বড় জয়ে সুপার লিগের আশা টিকিয়ে রেখেছে শেখ জামাল ধানমন্ডি।
রোববার ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচই হয়েছে লো স্কোরিং। বিকেএসপিতে স্বাগতিকরা স্পিন ঘূর্ণিতে গুটিয়ে যায় ১৬১ রানে। প্রায় ১৫ ওভার বাকি রেখে ওই রান টপকে পাঁচ উইকেটে জিতেছে শেখ জামাল ধানমন্ডি।
১০ ম্যাচে ৫ জয়ে শেখ জামালের পয়েন্ট এখন ১০। সুপার লিগের শেষ জায়গার জন্য বাকি থাকা এক ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের ফলের জন্যও অপেক্ষা করতে হবে তাদের।
তবে অপেক্ষা আর করতে হচ্ছে না দোলেশ্বরকে। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাব ১৬০ রানে অলআউট হয়ে গেলে প্রায় ১২ ওভার হাতে রেখে ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছে দোলেশ্বর। এতে ১০ ম্যাচের ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হলো ফরহাদ রেজাদের।
ফতুল্লায় ভেজা হাওয়ায় টস জিতে উত্তরাকে ব্যাট করতে দিয়ে চেপে ধরে দোলেশ্বর। ফরহাদ রেজা, আরাফাত সানিদের পাইয়ে দেওয়া শুরুর পর সাদ নাসিম লেগ স্পিনে নাকাল করেন উত্তরাকে। ওদের ১৬০ রানে আটকে দিতে ৪২ রানে ৪ উইকেট নেন তিনি।
১৬১ রানের লক্ষ্য পেয়ে ফরহাদ হোসেনের ৫৯, মার্শাল আইয়ুবের ৫৪ রানে কাজ সারে দোলেশ্বর।
ফতুল্লায় যেমন স্পিন ভেল্কি দেখিয়েছেন সাদ নাসিম বিকেএসপিতে তেমনটা দেখান নাসির আর ইলিয়াস সানিরা। অফ স্পিনে নাসির নেন ২৭ রানে ৩ উইকেট, আর বাঁহাতি স্পিনে সানি পান ৩০ রানে ৩ উইকেট। তাতে বিকেএসপি শেষ হয় ১৬১ রানে। সহজ লক্ষ্যে ব্যাট হাতেও অবদান রাখেন সানি (৩২), অমিত মুজমদারের ব্যাট থেকে আসে জুতসই (৪৩) রান। আর অধিনায়ক নুরুল হাসান সোহান স্বাচ্ছন্দ্যে (২২) খেলে শেষ করে দেন ম্যাচ।
Comments